Sunday, August 24, 2025

আর কবে কাজে লাগবে এসএসকেএমের ট্রমা সেন্টার? রাজ্য জুড়ে যখন ভেন্টিলেটরের জরুরি প্রয়োজন হয়ে পড়েছে, তখন কেন এই অত্যাধুনিক এই হাসপাতালটিকে ‘লকডাউন’ করে রাখা হয়েছে? প্রশ্ন উঠেছে চিকিৎসক মহলে।

বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারের বক্তব্য, সরকারকে নিশ্চিতভাবে বেসরকারি হাসপাতালগুলিকেও এই যুদ্ধে যুক্ত করতে হবে। কিন্তু এইসব হাসপাতালে ক’টি করে ভেন্টিলেটর রয়েছে? ২-৫-৮, এই তো! আর এখানেই তো ২০০-র বেশি ভেন্টিলেটর রয়েছে। এটাই তো রাজ্যের সবচেয়ে বড় কোভিড হাসপাতাল হতে পারে। প্রথমত এতবড় বিল্ডিং, আইসোলেটেড বিল্ডিং, এবং কোভিড চিকিৎসার সব রকম সুবিধা রয়েছে। রাজ্যের যে আন্তর্জাতিক কমিটি রয়েছে, তারা কেন এ নিয়ে এখনও ভাবছেন না! লকডাউন থাকায় গাড়ি চলছে না। ফলে এই সময়ে ট্রমা সেন্টারের কাজ কার্যত বন্ধ। তাহলে এই দুঃসময়ে এটিকে কাজে না লাগালে আর কবে কাজে লাগানো হবে!

গতবছর জুলাই মাসে এই ট্রমা সেন্টারটির উদ্বোধন হয়। প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে এই ট্রমা সেন্টার তৈরি হয়, যা এশিয়ার সবচেয়ে বড় এবং সেরা ট্রমা সেন্টার। কোভিড চিকিৎসার সবচেয়ে প্রয়োজনীয় ভেন্টিলেটর এখানে যথেষ্টই রয়েছে। তা সত্ত্বেও এই বিপদে এগারো তলার হাসপাতলটি কার্যত মাছি মারছে। অথচ ভেন্টিলেটর সহ হাসপাতালটি অনায়াসে কোভিড হাসপাতাল হতে পারে। কেন এখনও এ নিয়ে পদক্ষেপ করছেন না ডাঃ অভিজিৎ চৌধুরী, সুকুমার মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টরা যাঁরা সরকারের গ্লোবাল কমিটিতে রয়েছেন? যে কারণে মুখ্যমন্ত্রীকে হোম আইসোলেশন বা বাড়িতে কোভিড চিকিৎসার কথাও বলতে হচ্ছে!

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version