একদিকে ‘করোনা’ ভাইরাসের সংক্রমণে জর্জরিত রাজ্য সহ গোটা দেশ, সঙ্গে গ্রীষ্মের গরম ফলে রক্তের ভাঁড়ারে টান সর্বত্র । সেই কারণে বুধবার স্থানীয় ১৮টি ক্লাবের মিলিত সংগঠন ‘বাগুইআটি ক্লাব ও নাগরিক সমন্বয় কমিটির’ উদ্যোগে
সরকারি অনুমতি নিয়ে পঃবঃ সরকারের স্বাস্থ্য দফতর ও স্থানীয় প্রশাসনের সহযোগীতায় সব আইন যথাযথ মেনে এক রক্তদান শিবিরের আয়োজন করেছিল।
এরই পাশাপাশি, করোনা মুক্ত বা়ংলা কিভাবে হবে , সেই বিষয়ে বেশ কিছু চিকিৎসক এই শিবিরে ‘এক করোনা মুক্ত বা়ংলা ‘ শীর্ষক আলোচনায় যোগদান করে সচেতনতামূলক বার্তার মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেন ।
সঙ্গে মাস্ক, স্যানিটাইজার ও গ্লাভস্ বিতরণ করা হয় ।
‘করোনা’ পরিস্থিতিতে ‘বাগুইআটি ক্লাব ও নাগরিক সমন্বয় কমিটি’র রক্তদান শিবিরে অভূতপূর্ব সাড়া
Date:
Share post:
