করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে হাইকোর্টে পিটিশন বিজেপির

রাজ্যের করোনা পরিস্থিতি এবং তা মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে আদালতের দ্বারস্থ হলো বিজেপি। রাজ্য বিজেপির পক্ষ থেকে হাইকোর্টে পিটিশন দাখিল করা হয়। যেখানে উল্লেখ করা হয়েছে-

১. বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন এবং কোভিড- ১৯ মৃত্যুর ক্ষেত্রে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী গাইডলাইন মানতে হবে।

২. রাজ্যে কোভিড- ১৯ মোকাবিলায় নিযুক্ত পুলিশকর্মী স্বাস্থ্যকর্মীদের বীমার সুবিধা সহ অন্যান্য সুবিধা দিতে হবে।

৩. মৃত্যুর কারণ না লুকিয়ে, মৃতের আত্মীয়দের দিতে হবে সঠিক ডেথ সার্টিফিকেট এবং মৃত্যুর কারণ উল্লেখ করতে হবে।

৪. হাসপাতাল এবং আইসোলেশন সেন্টারে মোবাইল ফোন ব্যবহারের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা বাতিল করতে হবে।

৫. পশ্চিমবঙ্গে বাসিন্দাদের সুরক্ষা দিতে এবং লকডাউন যথাযথভাবে পালন করতে দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫ এর ৩৫ অনুচ্ছেদের অধীনে আধা সামরিক বাহিনী মোতায়েন করতে হবে।

Previous articleদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বিনিয়োগে গতি আনার পরামর্শ প্রধানমন্ত্রীর
Next article“চুনী প্রথম কোলড্রিংস আমাকে দিত, আমিও তাই”, স্মৃতিচারণ তুলসীদাস বলরামের