চিতাবাঘের আতঙ্ক, খাঁচা পাতল বনদফতর

বড়রাংরসে ফের চিতাবাঘের আতঙ্ক। বুধবার রাতে বাসিন্দারা বেশ কয়েকটি চিতা বাঘের শাবক দেখতে পান বলে বনদফতরে জানালে তড়িঘড়ি এলাকায় খাঁচা বসানো হয়।

বেশ কয়েকদিন থেকে এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ অনুমান করে আতঙ্ক তৈরি হয়েছে। কোনো ঝুঁকি না নিয়ে খাঁচা বসানোর উপর জোর দেয় বনদফতর। এলাকাবাসীর মতে, একটি চিতাবাঘ শাবক সহ রয়েছে সেখানে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধেয় এলাকার একটি জলাশয়ের পাশে তিনটি শাবক সহ মা চিতাবাঘকে দেখতে পান তাঁরা। গ্রামবাসীদের একা একা ঘোরাফেরা করা বা সন্ধের পরে বাড়ি থেকে বেরোনোর ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে বনদফতর।

Previous articleকরোনা : কোন রাজ্যের কেমন পরিস্থিতি? তেলেঙ্গানা, ছত্তিশগড় মুক্ত হওয়ার পথে
Next articleআদিবাসীদের জন্য বীরভূমে ‘ফ্রি বাজার’, উদ্যোক্তা জেলা পুলিশ