বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

করোনা থেকে মুক্তির পর, ফের সুসংবাদ ব্রিটিশ প্রধানমন্ত্রীর জীবনে। পুত্র সন্তানের বাবা হলেন বরিস জনসন। লন্ডনের এক হাসপাতালে বুধবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর বাগদত্তা ক্যারি সাইমন্ডস।

দিন কয়েক আগে করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ফেরেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তারপরেই এলো খুশির খবর। গত বছরের শেষ দিকে বান্ধবী ক্যারির সঙ্গে বাগদান সারেন বরিস। মা এবং সদ্যোজাত দু’জনেই ভাল আছেন বলে জানান বরিসের মুখপাত্র। সন্তানের জন্মের পরে সপ্তাহ দুয়েকের জন্য পিতৃত্বকালীন ছুটিতে যেতে পারেন বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন বরিস।