লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে স্পষ্ট জানায়নি কেন্দ্র, অভিযোগ রাজীব সিনহার

রবিবারের পরেও লকডাউন চলবে কি না কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত তার কোনও স্পষ্ট নির্দেশ মেলেনি। অভিযোগ করলেন মুখ্যসচিব রাজীব সিনহা। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিকদের জানান, বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার সঙ্গে এদিন তাঁর দীর্ঘক্ষণ ভিডিও কনফারেন্স হয়। কিন্তু তিন তারিখের পরেও লকডাউন চলবে কি না তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কোনও স্পষ্ট কথা বলেননি।

সব রাজ্য থেকে রিপোর্ট আসার পরেই তা খতিয়ে দেখে কেন্দ্রের তরফে এই বিষয়ে নির্দেশিকা জারি করা হবে বলে কেন্দ্রীয় সচিব জানিয়েছেন।
এদিকে লকডাউন নিয়ে রাজ্য সরকারের গঠিত তিনটি টাস্কফোর্সের তরফে বৃহস্পতিবার রিপোর্ট জমা পড়েছে বলে মুখ্যসচিব জানান। শুক্রবার, অর্থমন্ত্রী অমিত মিত্রর পৌরহিত্যে গঠিত কমিটির বৈঠকে রিপোর্ট নিয়ে আলোচনার পরে রাজ্যে লকডাউনের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রাজীব সিনহা।

Previous articleএকনজরে বাংলার করোনা পরিস্থিতি
Next articleবাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন