Sunday, August 24, 2025

বিডিও অফিস থেকে চাল দেওয়া বন্ধ, খালি হাতে ফিরলেন তুফানগঞ্জের বাসিন্দারা

Date:

রেশন থেকে নির্দিষ্ট পরিমাণ চাল দেওয়া হবে। সুতরাং আর চাল পাওয়া যাবে না বিডিও অফিস থেকে। এই সিদ্ধান্ত জানার পরে বিফল মনোরথে বাড়ি ফিরতে হল তুফানগঞ্জ ১৪ টি গ্রাম পঞ্চায়েতের দুঃস্থ মানুষদের। ব্লক অফিস সূত্রের খবর, যাঁদের রেশন কার্ড আছে, মে মাসে তাঁরা সরকারের নির্ধারিত পরিমাণ চাল পাবেন। চালের পরিমণও যথেষ্ট। এপ্রিল মাসে রেশন থেকে চাল কম দেওয়ায় বিডিও অফিস থেকে কিছু সাহায্য করা হয়েছিল। বর্তমানে সব বন্ধ রাখা হয়েছে ।

তুফানগঞ্জ ১ ব্লকের অন্তর্গত ১৪ টি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে। মে মাসে অন্তদ্যোয় কার্ডে ১৫ কেজি চাল, পিএইচএইচ, এসপিএইচএইচ কার্ডে ৭ কেজি চাল ও তিন প্যাকেট আটা, রাষ্ট্রিয় খাদ্য সুরক্ষা যোজনা -১ ও ২ (RKSY -1&2) নম্বর কার্ড পিছু ৫ কেজি করে চাল দেওয়া হওয়া হবে। ফলে খাদ্য সমস্যা অনেকটাই মেটানো সম্ভব। যেহেতু সমস্যার সমাধান হচ্ছে তাই ব্লক অফিস থেকে আর কোন চাল দেওয়া হবে না। বৃহস্পতিবার চাল পাওয়ার আশায় অনেকে বিডিও অফিসের সামনে জড়ো হলে, পুলিশ গিয়ে ভিড় সরিয়ে দেয়।
এদিন চাল না পেয়ে নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের ব্যাপারি পাড়ার নুরিনা বিবি জানান, “আমার রেশন কার্ড নেই। লকডাউনে সমস্যায় পড়েছি। দিন মুজুরি করে দিন কাটত। বর্তমানে তাও বন্ধ। স্বাভাবিক ভাবেই বিডিও অফিসের সাহায্য ছাড়া আমাদের চলা সম্ভব নয়”। আরেক মহিলা গীতা দাস বলেন, “সকালে চালের লাইনে দাঁড়াই। বেলা প্রায় ১০ টা নাগাদ বিডিও অফিসের লোক ও পুলিশ এসে জানায় আজ চাল দেওয়া হবে না। বাধ্য হয়েই বাড়ি ফিরে যাচ্ছি। আজ কীভাবে বাড়িতে গিয়ে উনুন জ্বালাব সেটাই ভাবছি”।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version