জলে নয়। হওয়ায় ভাসছে জাহাজ। এই ছবিতে তোলপাড় বিশ্ব। নিউজিল্যান্ডের মাউন্ট মাউনগানুই সমুদ্র সৈকত থেকে তোলা হয়েছে ছবি ও ভিডিও। তাতে সমুদ্রের উপর মহাশূন্যে ভাসছে ওই জাহাজ। এই ছবি ও ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মনিকা শ্যাফনার এক মহিলা ভিডিওটি তুলে ফেসবুকে পোস্ট করেন। ওই মহিলা লিখেছেন, “জাহাজটা মহাশূন্যে ভাসছিল বলে মনে হচ্ছিল।” যদিও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো ‘অপটিক্যাল ইলিউশন’ বা দৃষ্টিভ্রম। পরিবেশের বিশেষ পরিবর্তনের জন্য মানুষের চোখে দূরত্ব ও বস্তু দেখার ক্ষেত্রে তারতম্য হয়। খালি চোখে যেটা যা দেখার কথা সেটা নাও দেখাতে পারে। এই ধরনের ইলিউশনকে বলা হয় ‘ফ্যাটা মরগানা।’ ফ্যাটা শব্দের অর্থ ‘কাল্পনিক।’ আর মরগানা অর্থাৎ যাদুকরী। এই ফ্যাটা মরগানার জন্য অনেক সময় জাহাজ ডুবে পর্যন্ত যেতে পারে।
