রেশনের জোগান নিয়ে ভুরি ভুরি অভিযোগ। তারই মাঝে প্রধামন্ত্রীর প্রকল্পে পয়লা মে থেকে পরিবর্তিত হল রেশন বন্টন পরিমাণ, কী কী পরিবর্তন?

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনের ন্যাশানাল কমিটির সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু সাংবাদিক সম্মেলন করে এই প্রসঙ্গে যা জানালেন–

১) রাজ্যের মানুষ চলতি মে মাস থেকে এক মাসের রেশন একবারই পাবেন।

২) শুধুমাত্র আটার ক্ষেত্রে তাঁরা মাসে দু’বার করে পাবেন।

৩) কেন্দ্রের তরফ থেকে যে রেশন দেওয়া হবে তার জন্য যেন গ্রাহকরা আলাদা ব্যাগ নিয়ে আসেন।

৪) কেন্দ্রীয় সরকারের পাঠানো রেশনে ২ কিলো চাল, ৩ কিলো গম দেওয়া হবে।

৫) প্রধানমন্ত্রী অন্তর যোজনা প্রকল্পে অতিরিক্ত ৫ কিলো করে চাল দেওয়া হবে।

৬) কেন্দ্রীয় সুরক্ষা আইন অনুযায়ী কার্ড পিছু ১ কেজি মুসুর ডাল ঘোষণা করলেও তা এখন পাওয়া যাচ্ছে না।

৭) গ্রাহকদের সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে আসতে হবে।
