করোনার উৎস নিয়ে ট্রাম্পের উল্টো মত মার্কিন গোয়েন্দা বিভাগের!

চিনের উহানের গবেষণাগারে নভেল করোনাভাইরাস তৈরি করে গোটা বিশ্বে ছড়ানো হয়েছে বলে যে জল্পনা দানা বেধেছে, এবার তা উড়িয়ে দিল খোদ মার্কিন গোয়েন্দা বিভাগ। তারা জানিয়ে দিল, মানুষের তৈরি নয় এই ভাইরাস। স্বভাবতই এই বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরো উল্টো।

আমেরিকার ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স জানিয়েছে, দেশের গোটা গোয়েন্দা বিভাগ পরিস্থিতির উপর নজর রেখেছে। বিজ্ঞানসম্মতভাবে ভাইরাসটি নিয়ে তথ্য সংগ্রহ করার পর জানা গিয়েছে কোভিড-১৯ মানুষের তৈরি নয় বা জিনগত ভাবে কোনও পরিবর্তন ঘটানো হয়নি। অর্থাৎ এটি উহানের ল্যাবে তৈরি নয়।

আমেরিকা সহ গোটা বিশ্বে করোনা সংক্রমণ ছড়ানোর পরই চিনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, ভাইরাসজনিত বিশ্ব মহামারির জন্য দায়ী চিন। এজন্য চিনকে ক্ষতিপূরণও দিতে হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের সেই বক্তব্যের কয়েক ঘণ্টা বাদে মার্কিন গোয়েন্দা বিভাগ এমন উল্টো তথ্য তুলে ধরেছে।

 

Previous articleচুনী গোস্বামীকে নিয়ে ই-বই “অলরাউন্ডার” প্রকাশিত
Next articleশতবর্ষে সত্যজিৎ