করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এক জওয়ান। তার পরই এক হাজার জনকে কোয়ারান্টিনে পাঠানো হয়েছিল। কিন্তু তাতেও সংক্রমণ ঠেকিয়ে রাখা সম্ভব হল না দিল্লির ময়ূরবিহারের সিআরপিএফ ক্যাম্পে। এখনও পর্যন্ত ১২২ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পূর্ব দিল্লির ওই ক্যাম্পে রয়েছে সিআরপিএফ-এর ৩১ নম্বর ব্যাটেলিয়ন। বেশ কয়েক দিন আগেই ওই ব্যাটেলিয়নেরই এক জওয়ান করোনায় আক্রান্ত হয়ে মারা যান। সিআরপিএফের ওই সদস্য করোনা রোগীদের নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছিলেন। গত ১৭ এপ্রিল তাঁর দেহেই করোনার উপসর্গ দেখা দেয়। ২১ এপ্রিল পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। তাঁর চিকিৎসা হয় রাজীব গান্ধী হাসপাতালে। এরপর একে একে ওই ব্যাটালিয়নের সদস্যরা করোনায় আক্রান্ত হতে থাকেন। এক হাজার জনকে কোয়ারান্টিনে পাঠানো হয়। সিআরপিএফ সূত্রে খবর, ইতিমধ্যেই ১২২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আরও ১০০ জনের রিপোর্ট আসা বাকি। কীভাবে এত দ্রুত সংক্রমণ ছড়াল, সিআরপিএফ-এর ডিজি এপি মাহেশ্বরীর কাছে তার ব্যাখ্যা চেয়েছে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
দিল্লির সিআরপিএফ ক্যাম্পে করোনা আক্রান্ত ১২২, উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রক
Date:
Share post: