করোনার কোপে দুর্গা পুজো? গুজব উড়িয়ে তথ্যচিত্র!

বলিউড-টলিউডের পর এবার কলকাতার পুজো উদ্যোক্তারা ঘরে বসেই বানিয়ে ফেললেন সাড়ে ৩ মিনিটের তথ্যচিত্র। কলকাতা পুজো কমিটির সংগঠন “ফোরাম ফর দুর্গোৎসব”। প্রায় ২৬ টি বড় বড় পুজো কমিটির কর্তারা অভিনয় করেছেন এই তথ্যচিত্রে। নিজের বাড়িতে থেকেই তাঁরা অভিনয় করেছেন। আর তা ঘরে বসেই কম্পোজ করেছেন টালা বারোয়ারি উদ্যোক্তা অভিষেক ভট্টাচার্য।

তথ্য চিত্রের সম্পূর্ণ ভাবনার রূপায়ণ করেছেন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের অঞ্জন উকিল ও ফোরাম ফর দুর্গোৎসবের কর্তাব্যক্তিরা। কলকাতার পুজো হবে কী হবে না এই নিয়ে জল্পনার অন্ত নেই।

করোনার তোপে কি পঞ্চাশ হাজার কোটি টাকার এই শিল্প মাঠে মারা যাবে? কত শতাংশ বাজেট কমাচ্ছেন বিগ বাজেটের পুজো কমিটিগুলি? শহরের আনাচে-কানাচে কান পাতলেই এরকমই নানান জল্পনা শোনা যাবে । সেই জল্পনার উত্তর দিতেই এই তথ্যচিত্র বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

Previous articleআপত্তিজনক পোস্ট করায় এপ্রিলে ১৩০ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ
Next article“চোর, পাতাখোর”- ফের অনুব্রতর নিশানায় বিরোধীরা