Wednesday, August 20, 2025

তিনি নাকি হার্টের কঠিন ব্যামো নিয়ে মৃত্যুশয্যায়, অথবা মারাও যেতে পারেন! এপ্রিলের মাঝামাঝি থেকে বিশ্বজুড়ে এরকম নানা জল্পনা উঠে এসেছে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনকে নিয়ে। চরম গোপনীয়তার বর্ম পরে থাকা উত্তর কোরিয়া এইসব গুঞ্জন সরকারিভাবে খারিজ না করায় কিমকে নিয়ে জল্পনা বাড়তেই থাকে। এমনকী কিমের পর কে বসবেন উত্তর কোরিয়ার পারিবারিক শাসনক্ষমতার মসনদে, তা নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সমস্ত জল্পনা উড়িয়ে ফুরফুরে মেজাজে দেখা দিলেন কিম, দেশের এক উন্নতমানের সার কারখানার উদ্বোধনে। উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম অনুযায়ী খবর, শুক্রবার একটি সার তৈরির কারখানার উদ্বোধন করেন কিম। জানা গিয়েছে, এই অনুষ্ঠানে কিম জং উন আসার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত অতিথি ও অন্যান্য ব্যক্তিরা আনন্দে চিৎকার করে ওঠেন। তাঁরা হাততালি দিয়ে স্বাগত জানান কিমকে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, কারখানার উদ্বোধন করার পরে সেখানে কিছুক্ষণ সময়ও কাটান কিম জং উন। ঘুরে দেখেন কারখানা। কী রকম ব্যবস্থা রয়েছে তা দেখেন। কী ভাবে উৎপাদন বাড়ানো যেতে পারে, তার কিছু পরামর্শও দেন তিনি।

গত ১১ এপ্রিল থেকে লোকচক্ষুর আড়ালে ছিলেন কিম। এমনকী ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা, কিমের দাদুর জন্মদিনের অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়নি। উত্তর কোরিয়ার রাজনীতিতে যে অনুষ্ঠানের তাৎপর্য বিরাট। এরপরই গোটা বিশ্বজুড়ে খবর ছড়িয়ে পড়েছিল যে মারাত্মক অসুস্থ উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। কয়েকদিন পর তাঁর মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে। অবশেষে সব গুজব উড়িয়ে সামনে এলেন তিনি। প্রমাণ করলেন বেঁচে আছেন, বহাল তবিয়তে আছেন। কিছু মহলের অনুমান, করোনাভাইরাসের ভয়েই নাকি আত্মগোপন করেছিলেন দোর্দণ্ডপ্রতাপ একনায়ক।

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version