Wednesday, December 17, 2025

মৃত্যুর গুজব উড়িয়ে ফুরফুরে মেজাজে জনসমক্ষে এলেন একনায়ক কিম

Date:

Share post:

তিনি নাকি হার্টের কঠিন ব্যামো নিয়ে মৃত্যুশয্যায়, অথবা মারাও যেতে পারেন! এপ্রিলের মাঝামাঝি থেকে বিশ্বজুড়ে এরকম নানা জল্পনা উঠে এসেছে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনকে নিয়ে। চরম গোপনীয়তার বর্ম পরে থাকা উত্তর কোরিয়া এইসব গুঞ্জন সরকারিভাবে খারিজ না করায় কিমকে নিয়ে জল্পনা বাড়তেই থাকে। এমনকী কিমের পর কে বসবেন উত্তর কোরিয়ার পারিবারিক শাসনক্ষমতার মসনদে, তা নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সমস্ত জল্পনা উড়িয়ে ফুরফুরে মেজাজে দেখা দিলেন কিম, দেশের এক উন্নতমানের সার কারখানার উদ্বোধনে। উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম অনুযায়ী খবর, শুক্রবার একটি সার তৈরির কারখানার উদ্বোধন করেন কিম। জানা গিয়েছে, এই অনুষ্ঠানে কিম জং উন আসার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত অতিথি ও অন্যান্য ব্যক্তিরা আনন্দে চিৎকার করে ওঠেন। তাঁরা হাততালি দিয়ে স্বাগত জানান কিমকে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, কারখানার উদ্বোধন করার পরে সেখানে কিছুক্ষণ সময়ও কাটান কিম জং উন। ঘুরে দেখেন কারখানা। কী রকম ব্যবস্থা রয়েছে তা দেখেন। কী ভাবে উৎপাদন বাড়ানো যেতে পারে, তার কিছু পরামর্শও দেন তিনি।

গত ১১ এপ্রিল থেকে লোকচক্ষুর আড়ালে ছিলেন কিম। এমনকী ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা, কিমের দাদুর জন্মদিনের অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়নি। উত্তর কোরিয়ার রাজনীতিতে যে অনুষ্ঠানের তাৎপর্য বিরাট। এরপরই গোটা বিশ্বজুড়ে খবর ছড়িয়ে পড়েছিল যে মারাত্মক অসুস্থ উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। কয়েকদিন পর তাঁর মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে। অবশেষে সব গুজব উড়িয়ে সামনে এলেন তিনি। প্রমাণ করলেন বেঁচে আছেন, বহাল তবিয়তে আছেন। কিছু মহলের অনুমান, করোনাভাইরাসের ভয়েই নাকি আত্মগোপন করেছিলেন দোর্দণ্ডপ্রতাপ একনায়ক।

 

spot_img

Related articles

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...

একাধিক অভিযোগে কাঁথি পুরবোর্ডকে শোকজ! সাত দিনের সময় বেঁধে দিল রাজ্য

বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক অস্বস্তি কাঁথি পুরসভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কাঁথি পুরবোর্ডকে শোকজ করায় জেলাজুড়ে শুরু...

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...

ভোটার তালিকা বিতর্কে BLA-দের নিয়ে ২২ ডিসেম্বর নেতাজি ইনডোরে বৈঠক মমতার

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এক দিন আগেই প্রকাশিত খসড়া...