Thursday, August 28, 2025

লকডাউনে সুসংবাদ সাহিত্যপ্রেমীদের জন্য, মিলল লীলা মজুমদারের পাণ্ডুলিপি

Date:

লকডাউন চলছে। এরই মধ্যে সুসংবাদ সাহিত্যপ্রেমীদের জন্য। খুঁজে পাওয়া গেল লীলা মজুমদারের করা অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ‘বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী’র ইংরেজি অনুবাদ।

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী প্রতিষ্ঠিত ‘সন্দেশ’ পত্রিকার পক্ষ থেকে সৌম্যকান্তি দত্ত ও সৌরদীপ বন্দ্যোপাধ্যায় লীলা মজুমদারের অজস্র লেখা, কাগজপত্র, পাণ্ডুলিপি, চিঠি, ছবি
নিয়ে কাজ শুরু করেছিলেন। যাতে উৎসাহ জুগিয়েছিলেন খোদ লেখিকার ছেলে রঞ্জন মজুমদার ও সদ্য প্রয়াত পুত্রবধূ স্বপ্না মজুমদার।

লকডাউনের মধ্যেই সৌম্যকান্তি এবং সৌরদীপরা কাগজপত্র অনুসন্ধানের কাজে নেমে পড়েছেন। ইতিমধ্যেই পাওয়া গিয়েছে জেমস জয়েসের বিখ্যাত গল্প ‘দ্য বোর্ডিং হাউস’, ‘অ্যান এনকাউন্টার’ এবং উইলিয়াম শেক্সপিয়রের কিছু নাটকের অনুবাদ। লীলা মজুমদারকে উপহার হিসেবে দেওয়া নন্দলাল বসুর স্কেচ। রবীন্দ্রনাথ ঠাকুর, কুমুদনাথ চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, পূর্ণিমা ঠাকুর, অন্নদাশঙ্কর রায়, আশাপূর্ণা দেবী, প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়ের চিঠিপত্র। রবীন্দ্রনাথকে নিয়ে লীলা মজুমদারের লেখা বই আকারে প্রকাশ হতে পারে বলে জানা গিয়েছে।

তবে কবে এই কাজ শুরু করা যাবে, তা নিয়ে সংশয় রয়েছে। সৌম্যকান্তি দত্ত জানান, লীলা মজুমদারের অপ্রকাশিত ইংরেজি রচনাগুলি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন দিল্লির বেশ কয়েক জন ইংরেজি প্রকাশক। এ প্রসঙ্গে সন্দীপ রায় বলেন, ‘‘লীলুদিদার পাণ্ডুলিপি, চিঠিপত্র, অপ্রকাশিত যা পাওয়া যাচ্ছে, সেগুলি প্রকাশ করা দরকার। একইসঙ্গে সবট কিছু ডিজিটাল আর্কাইভ করাটাও খুব গুরুত্বপূর্ণ।”

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version