ফের রেশনে কম সামগ্রী দেওয়ার অভিযোগ সালারে

রেশনের সামগ্রী কম দেওয়া নিয়ে ফের বিক্ষোভ মুর্শিদাবাদের সালারে। রবিবার সকাল থেকেই সালারের মাধাইপুর গ্রামের উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে রেশন ডিলারের লাইসেন্স বাতিল করেন। এবং দোকান সিল করে দেন। এরপর পরিস্থিতি আয়ত্তে আসে।