আমেদাবাদই কি ভারতের ‘করোনার আঁতুড়ঘর ‘?

গুজরাতের আমেদাবাদই কি ভারতের করোনার আঁতুড়ঘর। রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান তুলছে সেই প্রশ্ন। পাশাপাশি ক্রমশ সক্রিয় হচ্ছে এল-টাইপ করোনাভাইরাস। যার প্রথম দেখা মিলল গুজরাতে। এই এল-টাইপ করোনাভাইরাস প্রথম দেখা মিলেছিল চিনের উহানে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আমেদাবাদেই গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০ জনের। আক্রান্ত হয়েছেন অন্তত ২৫০ জন।

মোদির রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছুঁইছু়ঁই। যার মধ্যে সাড়ে ৩ হাজার আক্রান্ত আমেদাবাদে। রাজ্যে মোট মৃতের সংখ্যা ২৩৬। এর মধ্যে ১৮৫ জন আমেদাবাদের বাসিন্দা। সংক্রমণ বৃদ্ধির হারও অন্যান্য রাজ্যে তুলনায় অনেক বেশি।

Previous articleতিনবার আত্মহত্যা করার কথা ভেবেছিলেন শামি!
Next articleফের রেশনে কম সামগ্রী দেওয়ার অভিযোগ সালারে