আমেদাবাদই কি ভারতের ‘করোনার আঁতুড়ঘর ‘?

গুজরাতের আমেদাবাদই কি ভারতের করোনার আঁতুড়ঘর। রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান তুলছে সেই প্রশ্ন। পাশাপাশি ক্রমশ সক্রিয় হচ্ছে এল-টাইপ করোনাভাইরাস। যার প্রথম দেখা মিলল গুজরাতে। এই এল-টাইপ করোনাভাইরাস প্রথম দেখা মিলেছিল চিনের উহানে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আমেদাবাদেই গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০ জনের। আক্রান্ত হয়েছেন অন্তত ২৫০ জন।

মোদির রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছুঁইছু়ঁই। যার মধ্যে সাড়ে ৩ হাজার আক্রান্ত আমেদাবাদে। রাজ্যে মোট মৃতের সংখ্যা ২৩৬। এর মধ্যে ১৮৫ জন আমেদাবাদের বাসিন্দা। সংক্রমণ বৃদ্ধির হারও অন্যান্য রাজ্যে তুলনায় অনেক বেশি।