Tuesday, December 9, 2025

আর্থিক মন্দা: যাদবপুরের পরে একই হাল অন্যান্য বিশ্ববিদ্যালয়েরও

Date:

Share post:

লকডাউনের মধ্যে মোটা বেতনের চাকরি জুটেছিল। সে খবর এসেছিল সংবাদ শিরোনামে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই নিরাশা। দীর্ঘ লকডাউনে আর্থিক মন্দা ও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা ছিলই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 12 জন ছাত্রের পড়ুয়ার নিয়োগ স্থগিত রেখেছে মার্কিন সংস্থা। তবে শুধু যাদবপুরেরই নয়, কোপ পড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসিং-এ চাকরির প্রতিশ্রুতি পাওয়া পড়ুয়াদের উপরেও।

প্রতিশ্রুতি সত্ত্বেও চাকরি পাচ্ছেন না কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং-এর পড়ুয়ারাও। বেঙ্গালুরু ও কলকাতা-নির্ভর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের একটি স্টার্টআপ কোম্পানি দু’জন পড়ুয়াকে চাকরির অফার লেটার পাঠিয়েও পিছিয়ে এসেছে। কয়েকজন ইন্টার্নকেও তারা বারণ করে দিয়েছে।
সমস্যায় শিবপুরের আইআইইএসটি-র পড়ুয়ারাও। অনেকেই চাকরি পাওয়ার খবর পেয়েছেন, তবে এখনও অফার লেটার পাননি। এই পরিস্থিতিতে কোম্পানিগুলি যাতে পিছিয়ে না যায়, সেই অনুরোধ জানিয়ে ইমেল করেছেন আইআইইএসটি কর্তৃপক্ষ।
মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছেও খবর, তাদের কলেজের অনেক পড়ুয়া চাকরি পেয়েও প্রত্যাখানের মুখে পড়ছেন। এই অবস্থায় বিকল্প চাকরির সন্ধান ও ব্যবসা শুরুর শিক্ষা দেওয়ার পথে হাঁটছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২ পড়ুয়া চাকরির নিয়োগপত্র পেয়েছিলেন লকডাউনের মধ্যেই। জুলাইয়ে তাঁদের বেঙ্গালুরুর অফিসে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু আচমকা নিয়োগকারী মার্কিন কর্পোরেট সংস্থা জানিয়ে দিয়েছে, চাকরিতে এখন যোগ দেওয়া যাবে না। মোটা বেতনের চাকরি পেয়েও, শেষ পর্যন্ত তা আর হবে কি না, এখন তা নিয়ে সংশয়ে পড়ুয়ারা।
লকডাউন দীর্ঘায়িত হওয়ায় বিশ্ব-অর্থনীতির মন্দা চাকরি বাজারে তার প্রভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরাও।  তবে উপাচার্যদের আশা, আমেরিকায় আর্থিক মন্দার কারণে এই পরিস্থিতি হলেও, সব জায়গায় চাকরির ক্ষেত্রে এই চিত্র দেখা যাবে না।

spot_img

Related articles

হাতে গুরুতর চোট! হাসপাতালে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়

নিয়োগ মামলায় জামিন পাওয়ার পর থেকেই বেহালার বাড়িতেই  ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে আচমকাই বাড়ির বাথরুমে...

গোয়ায় নাইট ক্লাব বিস্ফোরণে প্রাণ গেল বাগডোগরার যুবকের! তদন্তের দাবি পরিবারের

গোয়ায় নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল বাগডোগরার ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রীর। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া...

ঘাড় ধাক্কা দিয়ে রাজন্যা-প্রান্তিককে পথে বসিয়ে দিল বিজেপি

তৃণমুলের বাতিল ছাঁট যুগলকে নিচ্ছে না বিজেপি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সুনজরে পড়ায় ২১ জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার...

‘রুশা’ প্রকল্পের টাকা নিয়ে সুকান্তর মিথ্যাচার: ‘ভিত্তিহীন’ বলে ওড়ালেন ব্রাত্য

রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান বা 'রুশা' খাতে কেন্দ্র টাকা দিলেও রাজ্যের গাফিলতিতে নাকি এই টাকা ব্যবহার করা যাচ্ছে...