বঙ্গোপসাগরের বুকে করোনা ওয়ারিয়রসদের স্যালুট জানালো নৌবাহিনীর আইএনএস জলস্ব

যুদ্ধ পরিস্থিতি একই আছে। শুধুমাত্র উর্দির রং পালটেছে। গোটা দুনিয়ার মতো এদেশেও করোনা যুদ্ধে ফ্রন্ট লাইনে রয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। নিজের পরিবার ছেড়ে জীবনকে বাজি রেখে মারণ ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সমরে লড়ছেন তাঁরা। সেই লড়াইকে কুর্নিশ জানিয়ে আজ, রবিবার দেশের তামাম চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মান জানালো ভারতীয় সেনার তিন বাহিনী।

যতদিন যাচ্ছে করোনা ওয়ারিয়রসদের দায়িত্ব ও দায়বদ্ধতা ততই বেড়ে চলেছে। বায়ুসেনার মতই এদিন সেই অবিরাম প্রয়াসকে কুর্ণিশ জানিয়েছে ভারতীয় নৌবাহিনীও।

এদিন বঙ্গোপসাগরের বুকে ভারতীয় নৌবাহিনীর তরফে আইএনএস জলস্ব স্যালুট জানিয়েছে ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী থেকে স্যানিটেশন স্টাফ এবং পুলিশ,যাঁরা ব্যক্তিগত সুরক্ষা এবং বিশ্রামকে উপেক্ষা করে করোনা রোগীদের চিকিৎসা করছেন।