লকডাউনের ফলে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন বহু মানুষ।ভিনরাজ্যে আটকে পরা শ্রমিকদের বাড়ি ফেরানোর কথা জানিয়েছে রাজ্য সরকার। সেই মতো আজমেঢ় থেকে শ্রমিকদের নিয়ে হুগলির ডানকুনি স্টেশনে আসছে বিশেষ ট্রেনে। সোমবার ডানকুনি স্টেশন পরিদর্শন করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। মঙ্গলবার, সকালে বিশেষ ট্রেনে আজমেঢ় থেকে ডানকুনি স্টেশনে এসে নামবেন আটকে পরা মানুষরা। এরপর ডানকুনি থেকে তাঁদের বাড়ি ফেরাবার ব্যবস্থা করবে সরকার। সেই কারণে এদিন ডানকুনি স্টেশন পরিদর্শন করেন ডানকুনি পুরপ্রধান হাসিনা শবনম সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।
