ভারতে করোনায় মৃত্যু বেড়ে হয়েছে ১ হাজার ৩৭২ জন। শেষ ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ৭২। পাশাপাশি, বাড়ল আক্রান্তের সংখ্যাও। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৫৩৩ জন। যার মধ্যে শেষ ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৫৩ জন। এঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ১১ হাজার ৭০৬ জন রোগী। আজ, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে আরও ২ জনের। সব মিলিয়ে গতকাল, রবিবার পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫০। এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য বুলেটিনে।
