হুগলি জেলার কোন্নগরের কানাইপুরে করোনা আক্রান্তের হদিস মিলতেই তৎপর প্রশাসন।কানাইপুর নপাড়া এলাকায় এক সবজি বিক্রেতার শরীরে করোনাভাইরাসের হদিস মেলে। সোমবার সকাল থেকেই পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের উদ্যোগে ও দমকলের সাহায্যে নপাড়া এলাকা সানিটাইজ করা হয়। পঞ্চায়েত প্রধান জানান, পুরো কানাইপুর এলাকা সানিটাইজ করা হবে। কানাইপুর আদর্শনগর ও নপাড়া এলাকা নিয়ে তিনজনের শরীরে করোনা ভাইরাসের হদিস মিলেছে বলে জানান প্রধান। সকলের কাছে লকডাউন বিধি মেনে চলার আবেদন জানিয়েছেন আচ্ছেলাল যাদব।
