Tuesday, November 4, 2025

রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা নিয়ে লুকোচুরির তথ্য প্রকাশ্যে এসে গিয়েছে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, বহু করোনা সংক্রমণে মৃত ব্যক্তির দেহ ধাপায় সৎকার করা হচ্ছে। একটি চিতায় অনেককে একসঙ্গে পুড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন দিলীপ। মৃতদের প্রতি ন্যূনতম সম্মান দেওয়ার দাবি জানান তিনি। বলেন, পরিস্থিতি এমন যে ধাপা সংলগ্ন এলাকার থানার ওসির সংক্রমণ ঘটেছে।

একইসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, কেন্দ্রের রিপোর্টে প্রকাশ করোনা সংক্রমণে মৃত্যুর ঘটনা দেশের মধ্যে রাজ্যের হার সবথেকে বেশি। তিনি জানান, এ বিষয়ে তিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে চিঠি পাঠিয়েছেন। একই সঙ্গে রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে কী করা উচিত সে বিষয়ে পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন দিলীপ ঘোষ।
এদিন ফের রাজ্যের রেশন দুর্নীতি নিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হোন বিজেপির রাজ্য সভাপতি। তিনি অভিযোগ করেন, কেন্দ্রের দেওয়া ভালো চাল তৃণমূল নেতারা চুরি করে নিজেদের বাড়িতে রাখছেন। রাজ্যের পচা চাল বাংলার মানুষকে দেওয়া হচ্ছে। আর খাদ্যমন্ত্রী বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন। দিলীপের অভিযোগ, কেন্দ্রের পাঠানো বিভিন্ন প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যের মানুষ।
একইসঙ্গে দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, মদ কি অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে পড়ে? সেখানে যেরকম পরিমাণ ভিড় হচ্ছে তাতে তো আরও সংক্রমণ ছড়াতে পারে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version