রেল আর রাজ্য মিলেমিশে পরিযায়ীদের ট্রেনের ভাড়া দিচ্ছে?

পরিযায়ীদের ট্রেনের ভাড়ার সুরাহা হচ্ছে? একটি সূত্র বলছে একদিকে দেশ জুড়ে চাপ, অন্যদিকে কংগ্রেসের টিকিটের দাম দেওয়ার কথা ঘোষণায় ফাঁপড়ে পড়েছে বিজেপি সরকার। রেল দফতর ৮৫% এবং সংশ্লিষ্ট রাজ্য ১৫% টিকিটের অর্থ দেবে এমন একটি সমাধানে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। সকালে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী টুইট করে জানিয়েছেন, এই প্রস্তাব ইতিমধ্যে রেল দফতরে গিয়েছে। শীঘ্রই সিদ্ধান্ত হতে চলেছে। রেলমন্ত্রক সরকারি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানাবে। ইতিমধ্যে রেল দফতর বিষয়টি নিয়ে আলোচনা করবে। তারপর রাজ্যগুলির সঙ্গে আলোচনা করবে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে কর্মপদ্ধতি জানানো হবে। পরিযায়ী শ্রমিকদের পক্ষ থেকে তিনটি বিষয় নির্দিষ্ট করে জানানো হয়েছে…

১. কবে কোথা থেকে ট্রেন ছাড়বে তা রেলমন্ত্রককে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে

২. টিকিট কীভাবে পাওয়া যাবে তা পরিষ্কারভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে

৩. বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কীভাবে নির্দিষ্ট স্টেশনে আসা যাবে তা রেল ও রাজ্য সরকার আলোচনা করে ঘোষণা করুক

৪. লকডাউনে আটকে থাকা ব্যক্তিরা কোথায় যোগাযোগ করবেন তার জন্য নির্দিষ্ট ফোন নম্বর দিতে হবে। তালিকা তৈরির জন্য এটি গুরুত্বপূর্ণ।

 

Previous articleদিনে ১ লক্ষ করোনা টেস্টের পরিকল্পনা কেন্দ্রের
Next articleলকডাউন: বিবাহিত প্রেমিককে ‘কিনতে’ চেয়ে বাড়িতে হানা বয়ঃজ্যেষ্ঠ মহিলার