Saturday, August 23, 2025

ফের মিষ্টি-প্রেমী বাঙালির জন্য সুখবর দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যসচিব রাজীব সিনহা জানালেন, এবার থেকে মিষ্টির দোকান খোলা থাকবে সন্ধে ছ’টা পর্যন্ত।

লকডাউনের প্রথম অবস্থায় বেশ কিছুদিন মিষ্টি রসে বঞ্চিত ছিলেন বাংলার মানুষ। দুধ ব্যবসায়ীদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মিষ্টির দোকান খোলার পরামর্শ দিয়েছিলেন বেলা বারোটা থেকে চারটে পর্যন্ত। কিন্তু সেই সময় বিক্রেতা না পাওয়ায় অধিকাংশ মিষ্টির দোকান খোলা ছিল না। তারপরে মুখ্যমন্ত্রীর নির্দেশে সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত দোকান খোলার অনুমতি পান ব্যবসায়ীরা। কিন্তু পরিস্থিতি বিচার করে আবার সময় পাল্টে সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত বেঁধে দেওয়া হয়। কিন্তু দোকান মালিকদের অভিযোগ, নির্দিষ্ট সময়সীমা বাধা থাকায় এবং যান চলাচল স্বাভাবিক না হাওয়ায় বিক্রি ঠিকমতো হচ্ছে না। ফলে সব মিষ্টির দোকান খোলা যায়নি এতদিন। এদিন ফের মুখ্যসচিব জানালেন সন্ধে ছ’টা পর্যন্ত খুলে রাখা যাবে মিষ্টির দোকান।
রাস্তার চা-পানের দোকান খোলারও অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে সে ক্ষেত্রে শর্ত হল- দোকানে দাঁড়িয়ে বা বসে খাওয়া যাবে না। দোকান থেকে চা কিনে এনে বাড়িতে খেতে হবে। যেসব ক্ষেত্রে রাজ্যতে অনুমতি দেওয়া হয়েছে তার সবগুলোতেই সামাজিক দূরত্ব মানতে হবে বলে জানিয়েছেন রাজীব সিনহা।

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version