লোকসভায় PAC-র চেয়ারম্যান পদে বহাল থাকলেন অধীর চৌধুরি

লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা PAC-র চেয়ারম্যান পদেই থাকলেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরি৷

পুরোনো কমিটির মেয়াদ শেষ হওয়ার পর আগামী ১ বছরের জন্য নতুন কমিটি গঠন করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। PAC-র চেয়ারম্যানের পদটি সাধারণত বিরোধী দলনেতার জন্যই নির্দিষ্ট থাকে। গত বছর লোকসভা নির্বাচনের পর নতুন যে কমিটি হয় সেখানে কমিটির চেয়ারম্যান হন অধীরবাবুই। চলতি বছরের ১ মে থেকে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত মেয়াদ থাকবে নতুন এই কমিটির। ২২ সদস্যের এই কমিটিতে লোকসভার ১৫ এবং রাজ্যসভার ৭ জন রয়েছেন। তবে এই মুহূর্ত রাজ্যসভার পাঁচ সাংসদকে কমিটির সদস্য করে বাকি দু’টি জায়গা ফাঁকা রেখেছেন স্পিকার।

Previous articleআরও এক হাসপাতাল বন্ধ হলো
Next articleরেশন : আলাপন শোনালেন সহজে রেশন পাওয়ার কথা