৬৪ বিমানে বিদেশ থেকে ফিরবেন ভারতীরা

বিদেশ থেকে ভারতীয়দের ফেরাতে ৬৪টি ফ্লাইটের ব্যবস্থা করল কেন্দ্রীয় সরকার। চলতি সপ্তাহ থেকে এই ফ্লাইটগুলি ভারতে আসা শুরু হবে। সবথেকে বেশি ফ্লাইট নামবে কোচি বিমানবন্দরে। তারপর মুম্বই, দিল্লি চেন্নাই, কলকাতা, ত্রিবান্দম বিমানবন্দরে নামবে। তবে প্রত্যেকটি ক্ষেত্রেই ভাড়া দিতে হবে। এবং সামাজিক দূরত্ব মেনে বসার কারণে প্রতিটি বিমানে যাত্রী সংখ্যা কম হবে। অসামরিক পরিবহন সংস্থা যে ভাড়ার তালিকা দিয়েছে সেগুলি অনেকটা এইরকম…

১. লন্ডন থেকে মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু ফিরতে লাগবে ৫০ হাজার টাকা

২. সানফ্রান্সিসকো বা শিকাগো থেকে ফিরতে লাগবে ১লক্ষ টাকা

৩. সিঙ্গাপুর থেকে ফিরতে দিতে হবে ২০হাজার টাকা

৪. ঢাকা থেকে দিল্লি ফিরতে দিতে হবে ১২ হাজার টাকা

Previous articleপরিযায়ী শ্রমিকদের স্বাগত জানাতে প্রস্তুত বহরমপুর কোর্ট স্টেশন
Next articleআরও এক হাসপাতাল বন্ধ হলো