লকডাউনের জেরে মানসিক সমস্যা, রাজ্যে এবার বিনামূল্যে কাউন্সেলিং

করোনা মোকাবিলায় গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও চলছে লকডাউন। আর তারই জেরে ঘরবন্দি মানুষের একাংশের মধ্যে মানসিক সমস্যা দেখা দিয়েছে। এই ধরনের মানুষের দিকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার মানসিক সমস্যাক্রান্ত ব্যক্তিদের কাউন্সেলিংয়ের দায়িত্ব নিল রাজ্য সরকার। তাও আবার একেবারে নিঃখরচায়। সপ্তাহের প্রতিদিনই টেলিফোনের মাধ্যমে পরামর্শ দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

তবে তার আগে 033-2341-2600 ও 1800-3134-44222 নম্বরে ফোন করে নাম বুক করতে হবে।

Previous articleসাংবাদিকতায় সেরা শিরোপা পুলিৎজার পেলেন ৫ ভারতীয় চিত্রসাংবাদিক
Next articleকরোনার জেরে এবার বন্ধ পার্ক সার্কাস শিশু হাসপাতাল!