করোনা নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। করোনাকে কেন্দ্র করে গুজব ছড়াচ্ছেন কেউ কেউ। এই ধরনের ঘটনায় বারবার সমস্যায় পড়েছেন একাংশের মানুষ। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েও ঘর ছাড়া হলেন রিষড়ার পুরসভা এলাকার বাসিন্দা এক বৃদ্ধা ও তাঁর নাতি।

রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকায় কেশব দাসের বাড়িতে বছর কুড়ির নাতিকে নিয়ে ভাড়া থাকেন সত্তোর্ধ মানসি কেওয়াট। দিন কয়েক আগে জ্বর হওয়ায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি হন ওই বৃদ্ধা। পরীক্ষায় তাঁর ডেঙ্গু ধরা পড়ে। সরকারি নিয়ম মেনে তাঁর করোনা পরীক্ষাও করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু হাসপাতাল থেকে ছুটি হলেও তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ফিরিয়ে দেওয়া হয় তাঁকে।

বিষয়টি জানতেই হস্তক্ষেপ করেন রিষড়া পুরসভার দুই কাউন্সিলর শুভজিৎ সরকার ও মনোজ গোস্বামী। তাঁরাই বৃদ্ধা ও তাঁর নাতিকে দুজনকে পুরসভা পরিচালিত মাতৃসদন হাসপাতালের একটি ঘরে আশ্রয় দেন। আপাতত সেখানেই আছেন তাঁরা। এদিকে গোটা ঘটনায় সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের এহেন আচরণ প্রশ্ন উঠছে।
