Sunday, November 16, 2025

একাধিক বেসরকারি সংস্থা ৪জি সংযোগ চালু করেছে। বহু বছর ধরে সেই পরিষেবা পাচ্ছেন গ্রাহকরা। অথচ বিএসএনএল পারেনি সেই পরিষেবা চালু করতে পারেনি।

৪জি চালুর জন্য স্পেকট্রাম বরাদ্দের দাবি জানিয়েছিলেন রাষ্ট্রায়ত্ত সংস্থাটির কর্মীরাও। কিন্তু সেই পরিষেবা পেতে আরও দেরি হওয়ার আশঙ্কা তৈরি হল।

গত অক্টোবরে বিএসএনএল ও এমটিএনএলের ৪জি পরিষেবা চালুর জন্য স্পেকট্রাম দেওয়ার আশ্বাস দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই প্রায় ৯০০০ কোটি টাকার আন্তর্জাতিক দরপত্র চেয়েছে বিএসএনএল। তবে এক্ষেত্রে তৈরি হয়েছে আশঙ্কা। টেলিকম ইকুইপমেন্ট অ্যান্ড সার্ভিস প্রোমোশন কাউন্সিলের অভিযোগ, দরপত্র দেওয়ার ক্ষেত্রে যে সব শর্ত দেওয়া হয়েছে, তাতে দেশীয় সংস্থাকে বঞ্চিত করে বিদেশিদের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা স্পষ্ট। দেশীয় যন্ত্রাংশ সংস্থাকে প্রাধান্য দেওয়ার সরকারি নির্দেশ অমান্য করা হচ্ছে। যার জেরে সেই প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য দফতর।

এদিকে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের অভিযোগ এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র চলছে। তাদের দাবি, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বারবার বাধা তৈরি করা হচ্ছে। কর্মীদের বক্তব্য, একাধিক বেসরকারি সংস্থা আন্তর্জাতিক মানের যন্ত্রাংশ এনেই ভারতে পরিষেবা দিচ্ছে। অথচ বিএসএনএল-কে যন্ত্রাংশ জোগানের বরাত বিদেশি সংস্থা পেলে জাতীয় সুরক্ষা বিঘ্নিত হওয়ার প্রশ্ন উঠছে।

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version