Friday, January 9, 2026

নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ভুয়ো অ্যাকাউন্ট সরালো টুইটার কর্তৃপক্ষ

Date:

Share post:

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের দু’টি ভুয়ো অ্যাকাউন্ট ডিলিট করল টুইটার কর্তৃপক্ষ। সূত্রের খবর, মঙ্গলবারই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় টুইটারকে জানিয়েছিলেন, তাঁর নাম এবং ছবি দিয়ে অন্তত দু’টি ভুয়ো অ্যাকাউন্ট টুইটারে রয়েছে। কেউ বা কারা সেই অ্যাকাউন্ট দুটি চালাচ্ছে। তিনি আরও জানিয়েছেন, তাঁর কথার সূত্র ধরে ‘AbhijitBanerj’ এবং ‘AbhijitBabrjee’ নামে দুটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হচ্ছে। নোবেলজয়ী স্পষ্ট করেছেন তাঁর কোনও টুইটার অ্যাকাউন্টই নেই।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের হয়ে টুইটারে পোস্ট করেন ঐতিহাসিক রামচন্দ্র গুহ। তাঁর মাধ্যমে নোবেলজয়ী বার্তা দেন, “আমার নাম করে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে টুইটারে। কারা এই অ্যাকাউন্ট চালাচ্ছে তা জানা নেই। AbhijitBanerj নামে যে অ্যাকাউন্ট রয়েছে সেটা আমার নয়। আমি টুইটারে নেই।”

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র প্রথম সামনে আনেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নামে দু’টি ফেক অ্যাকাউন্ট চলছে টুইটারে। তিনি বুধবার ফের জানান অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় টুইটারে নেই। তাঁর নামে খোলা দু’টি অ্যাকাউন্টই ভুয়ো।

 

spot_img

Related articles

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...

আইএসএলের জন্য তিন ক্লাবকে শুভেচ্ছা মমতার, ক্রীড়া সংস্থাগুলিকে আর্থিক সহায়তা সরকারের

রাজ্যের খেলাধুলার উন্নয়নে ফের একবার এগিয়ে সরকার। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন(BOA) স্বীকৃত রাজ্যের ২৯টি ক্রীড়া সংস্থাকে আর্থিক সহায়তা দিল...