Saturday, August 23, 2025

নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ভুয়ো অ্যাকাউন্ট সরালো টুইটার কর্তৃপক্ষ

Date:

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের দু’টি ভুয়ো অ্যাকাউন্ট ডিলিট করল টুইটার কর্তৃপক্ষ। সূত্রের খবর, মঙ্গলবারই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় টুইটারকে জানিয়েছিলেন, তাঁর নাম এবং ছবি দিয়ে অন্তত দু’টি ভুয়ো অ্যাকাউন্ট টুইটারে রয়েছে। কেউ বা কারা সেই অ্যাকাউন্ট দুটি চালাচ্ছে। তিনি আরও জানিয়েছেন, তাঁর কথার সূত্র ধরে ‘AbhijitBanerj’ এবং ‘AbhijitBabrjee’ নামে দুটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হচ্ছে। নোবেলজয়ী স্পষ্ট করেছেন তাঁর কোনও টুইটার অ্যাকাউন্টই নেই।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের হয়ে টুইটারে পোস্ট করেন ঐতিহাসিক রামচন্দ্র গুহ। তাঁর মাধ্যমে নোবেলজয়ী বার্তা দেন, “আমার নাম করে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে টুইটারে। কারা এই অ্যাকাউন্ট চালাচ্ছে তা জানা নেই। AbhijitBanerj নামে যে অ্যাকাউন্ট রয়েছে সেটা আমার নয়। আমি টুইটারে নেই।”

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র প্রথম সামনে আনেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নামে দু’টি ফেক অ্যাকাউন্ট চলছে টুইটারে। তিনি বুধবার ফের জানান অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় টুইটারে নেই। তাঁর নামে খোলা দু’টি অ্যাকাউন্টই ভুয়ো।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version