Saturday, August 23, 2025

গুজরাতের রিপোর্টেও CO-MORBID-র হিসাব, তাহলে কাঠগড়ায় কেন বাংলা ?

Date:

Share post:

করোনা-সংকটকালে বাংলার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শাসক দল নানাভাবে, বার বার অভিযোগ তুলেছে, রাজ্য তথ্য গোপন করছে৷ অভিযোগে বলা হচ্ছে, ‘কো-মরবিডিটি’-র নামে প্রকৃত করোনা-প্রয়াতদের সংখ্যা হ্রাস করা হচ্ছে৷ রাজ্যের তরফে এর উত্তরে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র গাইড লাইন মেনেই ‘কো-মরবিডিটি’-র উল্লেখ করা হচ্ছে৷ কিন্তু ‘কো-মরবিডিটি’ কেন এবং কোন ক্ষেত্রে বলা হচ্ছে, তা খতিয়ে না দেখেই এই অভিযোগ চলছেই৷ বঙ্গ-বিজেপির একাধিক নেতা একের পর টুইটে এই ইস্যুতে মুণ্ডপাত করে চলেছে রাজ্যের৷

পরিস্থিতি এখন সম্ভবত অন্যদিকে মোড় নেবে৷ কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শাসক দল এবার
‘কো-মরবিডিটি’ নিয়ে অন্য ব্যাখ্যা নিশ্চিতভাবেই দেবে এবং এই ‘কো-মরবিডিটি’ কতখানি সঠিক তা প্রমান করতে কোমরে গামছা বেঁধেও নামতে পারে৷

কারন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাত ৫ মে তারিখে ওই রাজ্যের যে “COVID-19 STATUS” প্রকাশ করেছে, সেখানে জ্বল জ্বল করছে ” Demise Due to CO MORBID conditions on addition to COVID-19″৷
ওই দিনের STATUS-এ
স্পষ্টভাবে লেখা আছে, “Demise Due to COVID-19 = 15”, ঠিক তার পাশেই লেখা হয়েছে,
“Demise Due to CO- MORBID conditions on addition to COVID-19 = 34 “৷

গুজরাতের মতো রাজ্য, যে রাজ্য দাবি করছে করোনা-তথ্য প্রকাশের ব্যাপারে তারা পুরোপুরি স্বচ্ছ, সেই রাজ্য হঠাৎ CO-MORBID-র হিসাব কেন দিচ্ছে, তা বিস্ময়কর৷ কেন্দ্রের শাসক দলের ব্যাখ্যায় তো
CO-MORBID-র হিসাব মানেই তথ্য গোপন করা৷
প্রশ্ন উঠছে, তাহলে গুজরাত সরকার ‘CO- MORBID conditions’ বলতে ঠিক কী বোঝাতে চাইছে ? গুজরাতের ‘CO- MORBID conditions’- এর সঙ্গে বাংলার ‘CO- MORBID conditions’- এর তফাত কী ? বাংলার সরকারের বিরুদ্ধে অভিযোগ, CO- MORBID – এর মোড়কে প্রকৃত করোনা- মৃতদের সংখ্যা গোপন করা হচ্ছে ৷ যারা এই অভিযোগ তুলেছেন, আশা করা যায়, গুজরাতের ক্ষেত্রেও একই অভিযোগ আনবেন৷ সেই কাজ এড়িয়ে যাওয়ার অর্থ, সরাসরি দ্বিচারিতা করা৷
গুজরাতের এই রিপোর্টে বলা হয়েছে, ৫ মে পর্যন্ত গুজরাতে করোনা-কারনে মৃত্যু হয়েছে মোট ৩৬৮ জনের৷ আর পশ্চিমবঙ্গ সরকার বুধবার, ৬ মে জানিয়েছে, করোনা- আক্রান্ত হয়ে এ রাজ্যে মৃত্যু হয়েছে মোট ৭২ জনের৷ গুজরাতের তুলনায় মৃতের সংখ্যা পাঁচ ভাগের একভাগ৷

৫ মে গুজরাতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিলো ৬২৪৫ জন৷ আর এ রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৬ মে পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১৪৫৬ জন৷ গুজরাতের তুলনায় আক্রান্তের সংখ্যা চার ভাগের একভাগ৷

গুজরাতে যেখানে চিকিৎসাধীন সাড়ে ৪ হাজারের বেশি, সেখানে বাংলায় আপাতত চিকিৎসাধীন ১০৪৭ জন৷

ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, করোনা পরিস্থিতি এবং চিকিৎসায় সব দিক থেকেই গুজরাত-সহ দেশের একাধিক রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিস্থিতি ভালো হওয়া সত্ত্বেও কেন্দ্র বা কেন্দ্রের শাসক দলের তোপের মুখে কেন পড়তে হবে এই বাংলাকে ?

spot_img

Related articles

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...

ঝাঁপ বন্ধ হচ্ছে ২১৫ জামাত-এ-ইসলামের স্কুলের, সিদ্ধান্ত কাশ্মীর সরকারের

সীমান্ত পেরিয়ে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আবার নিজেদের নিরাপদ আশ্রয়ে সেঁধিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চোর...

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...