দেশের সর্বোচ্চ মৃত্যুর হার বাংলায়? পাল্টা তথ্য তৃণমূলের

দেশের সর্বোচ্চ করোনামৃত্যুর হার বাংলায়। তেরো শতাংশের বেশি।

মুখ্যসচিবকে লেখা কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের চিঠির এই বক্তব্য সামনে আসার সঙ্গে সঙ্গেই তর্ক তুঙ্গে।
তৃণমূলসূত্র বলছে, এটা ভিত্তিহীন। প্রতি এক কোটিতে মৃত্যুর হারে বাংলা অনেক পিছিয়ে।
তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, এসব তথ্য মিথ্যে। শান্তনু কেন্দ্রের বক্তব্যকে তুলোধনা করেন।
বিজেপি বলেছে, দিল্লি আসল কথা বলছে বলে তৃণমূল খেপে গিয়ে গুলিয়ে দিতে নেমেছে।
কংগ্রেস, বামেরা বলেছে রাজ্যের অবস্থা খারাপ। কিন্তু কেন্দ্রও কর্তব্য করছে না।

 

Previous articleগুজরাতের রিপোর্টেও CO-MORBID-র হিসাব, তাহলে কাঠগড়ায় কেন বাংলা ?
Next articleলকডাউন মানা হচ্ছে না! কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের কড়া চিঠি মুখ্যসচিবকে