লকডাউন মানা হচ্ছে না! কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের কড়া চিঠি মুখ্যসচিবকে

রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে কড়া চিঠিতে “সাবধানবাণী” শোনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। সাফ জানালেন নজরদারি ও চিহ্নিতকরণের ছাপ স্পষ্ট। রীতিমতো উদাহরণ তুলে তিনি রাজ্য সরকারকে বিঁধেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা তাঁর চিঠিতে যে বিষয়গুলি উত্থাপন করেছেন :

১. করোনা আক্রান্ত খুঁজে পেতে নজরদারির অভাব

২. বাজারগুলিতে উপচে পড়ছে ভিড়

৩. কলকাতা-হাওড়ায় লকডাউন অমান্য করার চিত্র বারবার ধরা পড়েছে

৪. কয়েকটি গোষ্ঠী কিছু এলাকায় লকডাউন অমান্য করছে

৫. জনবহুল এলাকাগুলিতে আরও পরীক্ষা করতে হবে

৬. যেকোনও রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের কোভিডে মৃত্যুর হার বেশি, শতকরা ১৩.২%

৭. চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত সুরক্ষা সামগ্রী ও কিট দেওয়া হোক। তারা অনেকটাই অসুরক্ষিত মনে হয়েছে

৮. স্বাস্থ্যকর্মীদের পিপিই কিট এন-৯৫ মাস্ক বাধ্যতামূলকভাবে দিতে হবে

৯ পরিযায়ী শ্রমিকদের উপর বাড়তি নজর দিতে হবে

১০. পুলিশের উপর আক্রমণ হচ্ছে, যা খুবই ভাবনার বিষয়

১১. র‍্যাপিড টেস্ট আরও বাড়াতে হবে

Previous articleদেশের সর্বোচ্চ মৃত্যুর হার বাংলায়? পাল্টা তথ্য তৃণমূলের
Next articleকরোনার দ্বিতীয় দফায় দাপট শুরু হতে পারে বর্ষায়! জানাচ্ছেন বিজ্ঞানীরা