Monday, November 10, 2025

গুজরাতের রিপোর্টেও CO-MORBID-র হিসাব, তাহলে কাঠগড়ায় কেন বাংলা ?

Date:

করোনা-সংকটকালে বাংলার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শাসক দল নানাভাবে, বার বার অভিযোগ তুলেছে, রাজ্য তথ্য গোপন করছে৷ অভিযোগে বলা হচ্ছে, ‘কো-মরবিডিটি’-র নামে প্রকৃত করোনা-প্রয়াতদের সংখ্যা হ্রাস করা হচ্ছে৷ রাজ্যের তরফে এর উত্তরে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র গাইড লাইন মেনেই ‘কো-মরবিডিটি’-র উল্লেখ করা হচ্ছে৷ কিন্তু ‘কো-মরবিডিটি’ কেন এবং কোন ক্ষেত্রে বলা হচ্ছে, তা খতিয়ে না দেখেই এই অভিযোগ চলছেই৷ বঙ্গ-বিজেপির একাধিক নেতা একের পর টুইটে এই ইস্যুতে মুণ্ডপাত করে চলেছে রাজ্যের৷

পরিস্থিতি এখন সম্ভবত অন্যদিকে মোড় নেবে৷ কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শাসক দল এবার
‘কো-মরবিডিটি’ নিয়ে অন্য ব্যাখ্যা নিশ্চিতভাবেই দেবে এবং এই ‘কো-মরবিডিটি’ কতখানি সঠিক তা প্রমান করতে কোমরে গামছা বেঁধেও নামতে পারে৷

কারন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাত ৫ মে তারিখে ওই রাজ্যের যে “COVID-19 STATUS” প্রকাশ করেছে, সেখানে জ্বল জ্বল করছে ” Demise Due to CO MORBID conditions on addition to COVID-19″৷
ওই দিনের STATUS-এ
স্পষ্টভাবে লেখা আছে, “Demise Due to COVID-19 = 15”, ঠিক তার পাশেই লেখা হয়েছে,
“Demise Due to CO- MORBID conditions on addition to COVID-19 = 34 “৷

গুজরাতের মতো রাজ্য, যে রাজ্য দাবি করছে করোনা-তথ্য প্রকাশের ব্যাপারে তারা পুরোপুরি স্বচ্ছ, সেই রাজ্য হঠাৎ CO-MORBID-র হিসাব কেন দিচ্ছে, তা বিস্ময়কর৷ কেন্দ্রের শাসক দলের ব্যাখ্যায় তো
CO-MORBID-র হিসাব মানেই তথ্য গোপন করা৷
প্রশ্ন উঠছে, তাহলে গুজরাত সরকার ‘CO- MORBID conditions’ বলতে ঠিক কী বোঝাতে চাইছে ? গুজরাতের ‘CO- MORBID conditions’- এর সঙ্গে বাংলার ‘CO- MORBID conditions’- এর তফাত কী ? বাংলার সরকারের বিরুদ্ধে অভিযোগ, CO- MORBID – এর মোড়কে প্রকৃত করোনা- মৃতদের সংখ্যা গোপন করা হচ্ছে ৷ যারা এই অভিযোগ তুলেছেন, আশা করা যায়, গুজরাতের ক্ষেত্রেও একই অভিযোগ আনবেন৷ সেই কাজ এড়িয়ে যাওয়ার অর্থ, সরাসরি দ্বিচারিতা করা৷
গুজরাতের এই রিপোর্টে বলা হয়েছে, ৫ মে পর্যন্ত গুজরাতে করোনা-কারনে মৃত্যু হয়েছে মোট ৩৬৮ জনের৷ আর পশ্চিমবঙ্গ সরকার বুধবার, ৬ মে জানিয়েছে, করোনা- আক্রান্ত হয়ে এ রাজ্যে মৃত্যু হয়েছে মোট ৭২ জনের৷ গুজরাতের তুলনায় মৃতের সংখ্যা পাঁচ ভাগের একভাগ৷

৫ মে গুজরাতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিলো ৬২৪৫ জন৷ আর এ রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৬ মে পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১৪৫৬ জন৷ গুজরাতের তুলনায় আক্রান্তের সংখ্যা চার ভাগের একভাগ৷

গুজরাতে যেখানে চিকিৎসাধীন সাড়ে ৪ হাজারের বেশি, সেখানে বাংলায় আপাতত চিকিৎসাধীন ১০৪৭ জন৷

ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, করোনা পরিস্থিতি এবং চিকিৎসায় সব দিক থেকেই গুজরাত-সহ দেশের একাধিক রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিস্থিতি ভালো হওয়া সত্ত্বেও কেন্দ্র বা কেন্দ্রের শাসক দলের তোপের মুখে কেন পড়তে হবে এই বাংলাকে ?

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version