Tuesday, December 2, 2025

অসমের করোনা আক্রান্তের ট্রাভেল হিস্ট্রিতে কোচবিহার

Date:

Share post:

ফের এক করোনা আক্রান্তের সন্ধান মিলল অসমে। মঙ্গলবার, অসমের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা টুইটে একথা জানিয়েছেন। তিনি জানান, আক্রান্তের বাড়ি অসমের কোকরাঝাড় এলাকায়। তিনি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় গিয়েছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে এই টুইট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে কোচবিহার জেলায়। কারণ, হেমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট উল্লেখ করেছেন, আক্রান্তের ট্রাভেল হিস্ট্রিতে কোচবিহার আছে।

অসমের কোকরাঝাড়ের ওই যুবক কোচবিহার সদর মহকুমার একটি গ্রামে থাকতেন এবং রাজমিস্ত্রির কাজ করতেন। গত মাসের 13 তারিখ তিনি কোচবিহার থেকে অসমে যান। সীমানায় তাঁকে পুলিশ আটকে কোয়ারেন্টাইনে পাঠায়। গত রবিবার তাঁর লালা পরীক্ষার জন্য পাঠানো হলে মঙ্গলবার রাতে করোনা পজিটিভ ধরা পড়ে। এই খবরে ইতিমধ্যেই কোচবিহার জেলা প্রশাসন নড়েচড়ে বসেছে। যে সমস্ত এলাকায় ওই যুবক কাজ করতেন তা চিহ্নিত করা হচ্ছে। একই সঙ্গে তিনি তার নিজের এলাকার কার কার সঙ্গে যোগাযোগ রাখতেন, কোথায় যেতেন সবকিছু খোঁজ নেওয়া হচ্ছে। দ্রুত সম্পূর্ণ চিহ্নিতকরণ হয়ে যাবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

একই সঙ্গে আক্রান্ত রাজমিস্ত্রি কোন কোন বাড়িতে কাজ করেছেন তারও খোঁজখবর চলছে।
এখনও পর্যন্ত গ্রিন জোনে রয়েছে কোচবিহার। সেই কারণে ইতিমধ্যেই লকডাউন শিথিল করা হয়। বাজার, বিভিন্ন দোকান খুলে দেওয়া হয়েছিল। কিন্তু এই খবরে চিন্তায় জেলা প্রশাসন।

spot_img

Related articles

দুপুরে নবান্নে বৈঠক, আজ বিকেলে মালদহ- মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার বিকেলে মালদহ-মুর্শিদাবাদ জেলা সফরের উদ্দেশে রওনা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Maldah and...

রাজ্য থেকে দেশ, SIR নিয়ে কমিশনের ওয়েবসাইট বিভ্রাটে নাজেহাল ভোটার থেকে ভোটকর্মীরা

ভোটার অথৈ জলে বিভ্রান্ত BLO , রাজ্য থেকে দেশ সর্বত্রই মানুষের ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশনের ছেলেখেলা অব্যাহত। কয়েকটা...

দক্ষিণের শীত ফেরার পূর্বাভাস, উত্তরে নামল পারদ 

সাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আর পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের চেনা ইনিংসে সামান্য বিরতি এসেছিল বটে, কিন্তু হাওয়া অফিসের...

সুড়ঙ্গে থমকে গেল চেন্নাই মেট্রোর চাকা, আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে

মঙ্গলবার সাতসকালে চেন্নাই মেট্রোয় (Chennai Metro) বিভ্রাট। সুড়ঙ্গে হঠাৎ থমকে গেল ব্লু লাইন মেট্রোর চাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন...