Wednesday, May 14, 2025

লকডাউনে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘ভূতুড়ে’ টাকা, মুখে কুলুপ গ্রাহকদের

Date:

লকডাউনে আর্থিক মন্দা। কিন্তু তার মধ্যেও অ্যাকাউন্টে ঢুকেছে ‘ভূতুড়ে’ টাকা। তবে তাই নিয়ে কোনও অভিযোগ নয়, গ্রাহকরা রীতিমতো চেপে যাচ্ছেন বিষয়টা। ঘটনাটি ঘটেছে কোচবিহার-à§§ ব্লকের পুঁটিমারি ফুলেশ্বরী এলাকার শালবাড়ি গ্রামে।

কারও অ্যাকাউন্টে ঢুকছে হাজার টাকা, আবার কেউ পাচ্ছেন লক্ষ টাকা। সূত্রের খবর, মাসখানেক ধরে নাকি এভাবেই বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। সম্প্রতি বিষয়টি সামনে আসে। ঘটনাটি স্বীকার করেছে স্থানীয় পঞ্চায়েতও।

সূত্রের খবর, কয়েকমাস আগে বেশ কয়েকজন ব্যাঙ্কের কর্মী ওই এলাকায় গিয়ে অনেকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলিয়ে দেন। অভিযোগ, সেই অ্যাকাউন্টগুলিতেই টাকা ঢুকছে। ইতিমধ্যে অনেকেই সেই টাকা তুলে নিয়েছেন। গ্রাহক সেবাকেন্দ্র সূত্রে খবর, একজনের অ্যাকাউন্টে দফায় দফায় ৮০ হাজার ১৫৩ টাকা, ৮২ হাজার ১১৬ টাকা ও ২ হাজার ৫০০ টাকা ঢুকেছে। যা ইতিমধ্যে তুলে নিয়েছেন তিনি। কিন্তু সংবাদমাধ্যমের সামনে কোন গ্রাহকই এ বিষয়ে কিছু বলতে চাইছেন না।
কোচবিহার-১-এর বিডিও গঙ্গা ছেত্রী অবশ্য বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে জিরো ব্যালেন্সের অ্যাকউন্টে এত টাকা ঢোকা সম্ভব নয় বলে মন্তব্য করেন বিডিও। বিষয়টির খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন তিনি। তবে বিষয়টি প্রশাসনের নজরে এসেছে।

Related articles

মুক্ত পূর্ণম কুমার: স্ত্রীকে ফোনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, ধন্যবাদ রজনীর

পাকিস্তানের সেনার হাতে প্রায় ২০ দিন বন্দি থাকার পরে অবশেষে ভারতে ফিরেছেন বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ...

বান্ধবীর ব্ল্যাকমেলেই কি মৃত্যু প্রীতমের! পোস্ট ঘিরে তুমুল শোরগোল, রিঙ্কুকে আক্রমণের প্রতিবাদ কুণালের

বিজেপি নেতা দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়ের মাত্র ২৫ দিনের মাথায় রহস্যমৃত্যু রিঙ্কুর প্রথম পক্ষের পুত্র সঞ্জয়...

দেশে ফিরলেন পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার

আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন প্রায় কুড়ি দিন ধরে পাকিস্তানে বন্দি অবস্থায় থাকা বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার...

গ্যাংটকে ভারী বৃষ্টি-ধসের জেরে দুর্ঘটনা, সতর্কতা জারি প্রশাসনের

পাহাড়ে ভারী বৃষ্টি দুর্যোগে জেরে মঙ্গলবার রাতে গ্যাংটকের বোজোঘরির থার্ড মাইল এলাকায় নামল ধস (landslide in the Third...
Exit mobile version