মারণ ভাইরাস করোনা ফের থাবা বসালো শহরের এক পুলিশ আধিকারিকের শরীরে। এবার কলকাতার বউবাজার থানার শীর্ষ আধিকারিক দেহে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

কোভিড-১৯ উপসর্গ থাকায়, ওই শীর্ষ আধিকারিকের লালারস নাইসেডে পাঠানো হলে রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া গিয়েছি। এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন প্রগতি ময়দান থানার পুলিশ কর্মী। এছাড়াও হাসপাতাল সূত্রে খবর, ওই শীর্ষ আধিকারিকের সংস্পর্শে সম্প্রতি যাঁরা এসেছিলেন, তাঁদের প্রত্যেককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।