ভিনরাজ্যে আটকে পড়া মানুষদের জন্য রাজ্যের নয়া হেল্পলাইন-ওয়েবসাইট

শুধু পরিযায়ী শ্রমিক নন, বিভিন্ন কাজে ভিন রাজ্যে গিয়ে আটকে পড়েছেন অনেকেই। কেউ কেউ আবার বাংলায় এসে লকডাউনের জন্য ফিরে যেতে পারেননি নিজের জায়গায়। তাঁদের সাহায্যের জন্য এবার হেল্পলাইন চালু করল রাজ্য সরকার। একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে। নম্বরটি হল

8017845555 এই নম্বরে Hi লিখে নাম নথিভুক্ত করতে পারেন।
এছাড়া রাজ্য ঢোকার জন্য এবং রাজ্য থেকে বেরোনোর জন্য আলাদা আলাদা দুটি ওয়েবসাইটেও লঞ্চ করেছে রাজ্য সরকার। এর সঙ্গে সঙ্গে রয়েছে টোল ফ্রি হেল্পলাইন এবং কন্ট্রোল রুমের নম্বর। এই হেল্প লাইনের কথা বুধবারের সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

Previous articleবাবার মৃত্যু করোনায়, ছেলের প্রাণ যাওয়ার জোগাড় ১৮লাখের বিল দেখে
Next articleকরোনা হাসপাতালে ১৫ দিন ডিউটি বাধ্যতামূলক, অন্যথায় ডাক্তারদের রেজিস্ট্রেশন বাতিল