Tuesday, July 15, 2025

করোনা হাসপাতালে ১৫ দিন ডিউটি বাধ্যতামূলক, অন্যথায় ডাক্তারদের রেজিস্ট্রেশন বাতিল

Date:

Share post:

করোনা বিশ্ব মহামারির পরিস্থিতিতে চিকিৎসকদের একাংশের কর্তব্যে অনীহার পরিপ্রেক্ষিতে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে মহারাষ্ট্র সরকার। রাজ্যে বিজ্ঞপ্তি জারি হয়েছে চিকিৎসক, বিশেষত বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের জন্য। এই সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি মাসে কমপক্ষে ১৫ দিন করোনা হাসপাতালে ডিউটি করতেই হবে। তারপর প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন তাঁরা। এই নিয়মের অন্যথা হলে চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল বলে ঘোষণা করবে রাজ্য সরকার। করোনা বিধ্বস্ত মুম্বইতে এই নিয়ম লাগু করা হয়েছে। জানানো হয়েছে, যে ডাক্তারদের বয়স ৫৫ বছরের কম, তাঁদের ক্ষেত্রেই এই নিয়ম বলবৎ হবে। ৫৫ বছরের উপরে বয়স হলে তাঁদের এই নিয়ম না পালন করলেও চলবে। আপাতত ২৫ হাজার চিকিৎসক গোটা মুম্বই জুড়ে করোনা আক্রান্তদের চিকিৎসা করছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যেক চিকিৎসকের অবদান গুরুত্বপূর্ণ। রাজ্য তাঁদের কাছে এই বিপর্যয় মোকাবিলায় সাহায্য চাইছে। তবে এক্ষেত্রে চিকিৎসকদের পছন্দমত হাসপাতাল বেছে নেওয়ারও ছাড় দেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তির সঙ্গে একটি ফর্ম দেওয়া হয়েছে, যেখানে চিকিৎসকরা নিজেদের পছন্দের হাসপাতালের নাম দিতে পারবেন। এছাড়াও নিজেদের যোগ্যতা ও কোনও অসুস্থতা তাঁদের রয়েছে কিনা, তাও জানাতে পারবেন।

একইভাবে এর আগে বিহার সরকার জানিয়েছিল, ৩১ মার্চ থেকে ১২ই এপ্রিল পর্যন্ত কোনও কারণ না দেখিয়ে কাজে অনুপস্থিত রয়েছেন যে চিকিৎসকরা, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিহারের স্বাস্থ্য দফতর থেকে এঁদের প্রত্যেকের কাছে শোকজ করে কড়া চিঠি পাঠানো হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ও এপিডেমিক ডিজিজ অ্যাক্ট অনুযায়ী রাজ্যের ৩৬২ জন সরকারি চিকিৎসককে এই চিঠি পাঠিয়েছে বিহার সরকার।

 

spot_img

Related articles

দেউচা-পাঁচামি খনি প্রকল্পে এমডিও নিয়োগ চূড়ান্ত পর্যায়ে, আগ্রহী ৬ সংস্থা

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি প্রকল্প হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গের দেউচা-পাঁচামি প্রকল্পে মাইন ডেভেলপমেন্ট অপারেটর (এমডিও) নিয়োগের প্রক্রিয়া এখন...

মুখ্যমন্ত্রীর নির্দেশে সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে আবেদনের সময়সীমা বাড়ল ১০ দিন

উচ্চশিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে ভর্তির আবেদনের সময়সীমা আরও ১০ দিন বাড়ানো হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই...

সবুজসাথীর একাদশ দফায় সাইকেল পাচ্ছে ১২ লক্ষ পড়ুয়া! নভেম্বরের মধ্যে বণ্টন সম্পূর্ণের লক্ষ্য

সবুজসাথী প্রকল্পের একাদশ দফায় রাজ্যের প্রায় ১২ লক্ষ স্কুল পড়ুয়া এবার সাইকেল পেতে চলেছে। অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের তরফে...

“পঞ্চায়েতের” সচিবজি বাস্তবের মহোরিয়ায় হরিশ যোশী

সৌভিক মহন্তছবিঃ দেবস্মিত মুখোপাধ্যায়“আপনারা ওয়েব সিরিজে তো সচিবজিকে দেখেছেন, বাস্তবে এই গ্রামের সচিব কিন্তু আমি”। রিলের ফুলেরা (Phulera)...