জরুরি মামলা শুনতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ বসবে ১২ এবং ১৫ মে

খুবই জরুরি মামলা শোনার জন্য আগামী ১২ ও ১৫ মে, এই ২ দিন মোট ৪ টি করে বিশেষ বেঞ্চ বসতে চলেছে হাইকোর্টে। এই ৪টি বিশেষ এজলাশের মধ্যে ৩টি ডিভিশন বেঞ্চ এবং একটি সিঙ্গল বেঞ্চ। আগের ঘোষণা অনুযায়ী প্রতিটি বেঞ্চই ওই ২ দিন ৪০টি করে মামলা শুনবে। প্রধান বিচারপতির তরফে রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। এর আগে আলিপুর আদালত ও হাইকোর্টে কর্মরত এক গাড়ি-চালকের পরিবারে করোনা সংক্রমণ ধরা পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পূর্ব ঘোষণা সত্ত্বেও ৩০ এপ্রিল থেকে পরবর্তী সব ক’টি বেঞ্চ বন্ধ করা হয়। সেই ঘটনা সামনে আসার ১৪ দিন পর ফের বেঞ্চ বসার বিজ্ঞপ্তি দিল হাইকোর্ট।

Previous articleকরোনা: বালি দিয়ে আঁকা সচেতনতা
Next articleজাতের ভিত্তিতে রেশন! খাস বাংলায়