করোনা: বালি দিয়ে আঁকা সচেতনতা

করোনাভাইরাসের মোকাবিলায় দেশবাসীকে বিভিন্নভাবে সচেতন করছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। এবার করোনা সচেতনতার বার্তা দিতে অভিনব উদ্যোগ নিলেন এক বালুশিল্পী। বুধবার, চন্দননগরের শিল্পী সোহেল তানভির হোসেন বালি দিয়ে আঁকলেন সচেতনতার বার্তা। দীর্ঘদিন ধরে বালি দিয়ে ছবি আঁকেন তিনি। পেয়েছেন বহু পুরস্কার। এবার কোভিড 19 সংক্রমণ রুখতে তাঁর শিল্পকে হাতিয়ার করেছেন সোহেল।

Previous articleআন্তর্জাতিক সীমান্ত বাণিজ্যে সব দিক দেখে তবেই সিদ্ধান্ত: স্বরাষ্ট্রসচিব
Next articleজরুরি মামলা শুনতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ বসবে ১২ এবং ১৫ মে