Thursday, December 25, 2025

ফের টুইট-তোপ দেগে আসরে রাজ্যপাল, এবারের বিষয়, কলকাতা পুরসভা

Date:

Share post:

করোনা হোক বা কলকাতা পুরসভা, বিশ্ববিদ্যালয় হোক বা বিধানসভা৷ ইস্যু একটা হলেই হলো৷ রাজ্যপাল চিঠি অথবা টুইট নিয়ে তৈরি৷

রাজ্যপাল – রাজ্য বিরোধ এবার কলকাতা পুরসভার প্রশাসক পদ নিয়ে জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তি নিয়ে৷ বৃহস্পতিবার সাতসকালে, ৬টা ৪৯ মিনিটে রাজ্যপাল জগদীপ ধনকড় পর পর তিনটি টুইট করেছেন কলকাতা পুরসভা নিয়ে৷
টুইটে প্রশ্ন করেছেন, কলকাতা পুরসভার ৬ মে’র বিজ্ঞপ্তি কেন রাজভবনে জানানো হলো না, অবিলম্বে মুখ্য সচিবকে সেই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি তাঁর কাছে পাঠানোর কথা বলা হয়েছে ওই তিন টুইটে৷ রাজ্যপাল ট্যুইটে বলেছেন, “কলকাতা পুরসভা নিয়ে ৬ মে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তি পৌঁছায়নি রাজভবনে। দ্রুত বিজ্ঞপ্তি রাজভবনে পাঠাতে হবে। সব মিডিয়ার কাছে সেই বিজ্ঞপ্তি কপি আছে। আমার নামে নির্দেশিকা । কিন্তু আমি কিছুই জানি না। কোনও আলোচনা নেই, খবর নেই। কোথায় যাচ্ছি আমরা? সংবিধান মেনে চলতে হবে।”

এদিন পরপর তিনটি ট্যুইটের প্রথমটিতে মুখ্যসচিবকে তাঁর কাছে নির্দেশিকা পাঠাতে বলেন। আর পরের দু’টি ট্যুইটে যথারীতি রাজ্যকে তোপ দাগতে ছাড়েননি রাজ্যপাল। তাঁর সাফ কথা, রাজ্যপালের নামে নির্দেশিকা প্রকাশ করা হচ্ছে, অথচ তাঁকেই জানানো হবে না, এটা কেন ?

আরও আছে৷

সকালে পাঠানো তিনটি টুইটের উত্তর না পেয়ে, রাজ্যপাল ফের বৃহস্পতিবার বিকেল ৪টে ২৮ মিনিটে ফের টুইট করেন৷ দ্বিতীয় পর্যায়ের টুইটের বাংলা অনুবাদও টুইট করেন তিনি৷ এখানে বলা হয়েছে,
“মুখ্যসচিবের কাছ থেকে কোনও সাড়া না পাওয়ায়, @MamataOfficial এর কাছে ৬ মে’র কলকাতা পুরসভা সংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চেয়েছি।
সংবিধানের 167 অনুচ্ছেদ অনুসারে মুখ্যমন্ত্রীর “কর্তব্য” রাজ্যপালকে তথ্য সরবরাহ করা। এই অর্ডারটির গভীর তাৎপর্য আছে।”

শেষ খবর, এখনও মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিব রাজ্যপালের কোনও টুইটেরই উত্তর দেননি৷ রাজনৈতিক মহলের বক্তব্য, এবারও উত্তর না পেলে রাজ্যপাল ফের না লম্বা চিঠি লেখেন মুখ্যমন্ত্রীকে ৷

প্রসঙ্গত, কলকাতা পুরসভার মেয়াদ শেষ হওয়ার ঠিক আগের দিন, ৬ মে, রাজ্য সরকার কলকাতা পুরসভার প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেয়৷ প্রশাসকমণ্ডলী নিয়োগ কর বিজ্ঞপ্তিও জারি করে রাজ্য৷ প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন করা হয় বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকে৷ এবারের সংঘাত সেই বিজ্ঞপ্তি নিয়েই৷

spot_img

Related articles

বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত যুবক: গ্রেফতার নিহতেরই সঙ্গী!

চাঁদাবাজ তকমা দিয়ে ফের এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা বাংলাদেশে। নির্বাচনের (Bangladesh election) মাত্র দুমাস আগে এই ঘটনায়...

বড়দিনে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত অন্তত ৫০টি ঝুপড়ি

বড়দিনের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হল খাস কলকাতায়। বৃহস্পতিবার বিকেলে গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল...

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে বিষ খাইয়ে খুন প্রেমিকের

প্রেমের প্রস্তাবে (love proposal) রাজি না হওয়ায় তরুণীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। মৃত...

বিরাটের খেলা দেখতে গাছে দর্শক, রোহিতের প্রণাম ভক্তের

আন্তর্জাতিক ম্যাচ হোক ঘরোয়া ক্রিকেট, বিরাট কোহলি-রোহিত শর্মার(Virat Kohli -Rohit Sharma) যেখানেই খেলবেন জনপ্রিয়তার গ্রাফ থাকবে উপরের দিকে।...