Friday, May 16, 2025

ফের টুইট-তোপ দেগে আসরে রাজ্যপাল, এবারের বিষয়, কলকাতা পুরসভা

Date:

Share post:

করোনা হোক বা কলকাতা পুরসভা, বিশ্ববিদ্যালয় হোক বা বিধানসভা৷ ইস্যু একটা হলেই হলো৷ রাজ্যপাল চিঠি অথবা টুইট নিয়ে তৈরি৷

রাজ্যপাল – রাজ্য বিরোধ এবার কলকাতা পুরসভার প্রশাসক পদ নিয়ে জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তি নিয়ে৷ বৃহস্পতিবার সাতসকালে, ৬টা ৪৯ মিনিটে রাজ্যপাল জগদীপ ধনকড় পর পর তিনটি টুইট করেছেন কলকাতা পুরসভা নিয়ে৷
টুইটে প্রশ্ন করেছেন, কলকাতা পুরসভার ৬ মে’র বিজ্ঞপ্তি কেন রাজভবনে জানানো হলো না, অবিলম্বে মুখ্য সচিবকে সেই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি তাঁর কাছে পাঠানোর কথা বলা হয়েছে ওই তিন টুইটে৷ রাজ্যপাল ট্যুইটে বলেছেন, “কলকাতা পুরসভা নিয়ে ৬ মে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তি পৌঁছায়নি রাজভবনে। দ্রুত বিজ্ঞপ্তি রাজভবনে পাঠাতে হবে। সব মিডিয়ার কাছে সেই বিজ্ঞপ্তি কপি আছে। আমার নামে নির্দেশিকা । কিন্তু আমি কিছুই জানি না। কোনও আলোচনা নেই, খবর নেই। কোথায় যাচ্ছি আমরা? সংবিধান মেনে চলতে হবে।”

এদিন পরপর তিনটি ট্যুইটের প্রথমটিতে মুখ্যসচিবকে তাঁর কাছে নির্দেশিকা পাঠাতে বলেন। আর পরের দু’টি ট্যুইটে যথারীতি রাজ্যকে তোপ দাগতে ছাড়েননি রাজ্যপাল। তাঁর সাফ কথা, রাজ্যপালের নামে নির্দেশিকা প্রকাশ করা হচ্ছে, অথচ তাঁকেই জানানো হবে না, এটা কেন ?

আরও আছে৷

সকালে পাঠানো তিনটি টুইটের উত্তর না পেয়ে, রাজ্যপাল ফের বৃহস্পতিবার বিকেল ৪টে ২৮ মিনিটে ফের টুইট করেন৷ দ্বিতীয় পর্যায়ের টুইটের বাংলা অনুবাদও টুইট করেন তিনি৷ এখানে বলা হয়েছে,
“মুখ্যসচিবের কাছ থেকে কোনও সাড়া না পাওয়ায়, @MamataOfficial এর কাছে ৬ মে’র কলকাতা পুরসভা সংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চেয়েছি।
সংবিধানের 167 অনুচ্ছেদ অনুসারে মুখ্যমন্ত্রীর “কর্তব্য” রাজ্যপালকে তথ্য সরবরাহ করা। এই অর্ডারটির গভীর তাৎপর্য আছে।”

শেষ খবর, এখনও মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিব রাজ্যপালের কোনও টুইটেরই উত্তর দেননি৷ রাজনৈতিক মহলের বক্তব্য, এবারও উত্তর না পেলে রাজ্যপাল ফের না লম্বা চিঠি লেখেন মুখ্যমন্ত্রীকে ৷

প্রসঙ্গত, কলকাতা পুরসভার মেয়াদ শেষ হওয়ার ঠিক আগের দিন, ৬ মে, রাজ্য সরকার কলকাতা পুরসভার প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেয়৷ প্রশাসকমণ্ডলী নিয়োগ কর বিজ্ঞপ্তিও জারি করে রাজ্য৷ প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন করা হয় বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকে৷ এবারের সংঘাত সেই বিজ্ঞপ্তি নিয়েই৷

spot_img

Related articles

রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের

DA মামলায় রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । আগামী চার সপ্তাহের সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ...

গরম থেকে সাময়িক স্বস্তি, প্রাক-বর্ষার বৃষ্টি ভিজতে পারে দক্ষিণবঙ্গ

আন্দামান-নিকোবরে বর্ষা (Monsoon season) ঢুকতেই বাংলা জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি ভেজা সম্ভাবনা জোরালো হয়ে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore...

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...

এভারেস্টের চূড়া থেকে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাঙালির পদচিহ্ন পড়ার আনন্দ নিমেষে মিলিয়ে গেল মৃত্যুর দুঃসংবাদে। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের (Ranaghat)...