বিশাখাপত্তনমে গ্যাস লিক, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

বিশাখাপত্তনমে আর আর ভেনকাতাপুরামে এলজি পলিমার্স কারখানায় গ্যাস দুর্ঘটনার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করলেন অন্ধের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে। পরিস্থিতি জানতে চাইলেন। অবস্থা এতটাই সঙ্গীন যে প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে সকাল এগারোটা থেকে জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষ করেই একটি টিম দিল্লিতে যেতে পারে বলেও খবর রয়েছে। ঘটনা এতখানি ভয়াবহ যে কারখানার আড়াই কিলোমিটার এলাকাজুড়ে মানুষ অসুস্থ হয়েছেন। লকডাউনের কারণে ওই কারখানা বন্ধ ছিল। বন্ধ কারখানা থেকেই গ্যাস লিক হয়েছে বলে খবর।

Previous articleভয়াবহ সেই গ্যাস দুর্ঘটনার ছবি আর ভিডিও
Next article৩৬ বছর আগে ভোপালে সেদিন কী হয়েছিল?