লকডাউনের মধ্যেও রীতিমতো সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে চলেছে উত্তর কলকাতার জেএন রায় হাসপাতাল। শুধুমাত্র করোনা সংক্রমিত রোগীদের সাহায্য করাই নয়, সারা বছর ধরে নানান সামাজিক কাজের মধ্যে তারা মানুষের পাশে থাকেন। আর তাদের সেই কাজের স্বীকৃতি স্বরূপ, বলা ভালো তাদের আরও উৎসাহিত করতে এগিয়ে এলো নারায়না
করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য এই পিপিই-র অত্যন্ত প্রয়োজন থাকলেও, আর্থিক কারণে অনেক হাসপাতালে তা সংগ্রহ করতে পারেননি। জেএনরায় হাসপাতালও তার ব্যতিক্রম নয়। শ্রদ্ধেয় দেবী শেঠির তরফ থেকে এই সহায়তা পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত এই হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। জেএনরায় হাসপাতালের তরফে সজল ঘোষ বলেন, আর্থিক কারণে আমরা পর্যাপ্ত পিপিই চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দিতে পারিনি। তবু তাঁরা জীবনকে বাজি রেখে কাজ করে চলেছেন। আজ যেভাবে শ্রদ্ধেয় চিকিৎসক দেবী শেঠি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাতে আমরা অভিভূত।
নারায়না হাসপাতাল এর তরফ থেকে চিকিৎসক সৌরভ দত্ত বলেন, জেএনরায় হাসপাতাল ভাল কাজ করছে। তাই তাদের পাশে সব সময় থাকবে নারায়ণা হাসপাতাল।