কংগ্রেস সভাপতি পদে আবার কি দেখা যেতে পারে রাহুল গান্ধীকে ?

শুক্রবার ডিজিটাল সাংবাদিক বৈঠকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী এই প্রশ্নের উত্তরে স্পষ্ট জানিয়ে দিলেন, “কংগ্রেস সভাপতি পদে ফেরা ক্লোজড চ্যাপ্টার। আমি আগে যে চিঠি দিয়েছি, সেই অবস্থানই মেনে চলছি।” কংগ্রেস সভাপতি পদে তাঁর ফিরে আসা নিয়ে করা প্রশ্নের জবাবে সেই সম্ভাবনা উড়িয়ে রাহুল বলেন, “আমার অবস্থান স্পষ্ট, যেমন আমি পদত্যাগ পত্রে লিখেছিলাম। চিঠিতে বলেছিলাম, আমি সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছি৷ এখন আমি দলকে পরামর্শ দেওয়ার কাজে নিজেকে ব্যস্ত রাখছি।”
