আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে করোনা নিয়ে সচেতনামূলক প্রচার

করোনা ভাইরাস মোকাবিলায় গোটা বিশ্ব তথা দেশজুড়ে চলছে লকডাউন। ভারতে চলছে তৃতীয় দফার লকডাউন। তবে তৃতীয় দফার লকডাউনে গ্রীন জোন জেলাগুলিতে বেশ কিছু ছাড় দিয়েছে কেন্দ্র সরকার। এই রাজ্যে গ্রীন জোন হিসেবে আট জেলাকে চিহ্নিত করে বেশ কিছু ছাড় দিয়েছে রাজ্য সরকার। গ্রীন জোনের মধ্যে রয়েছে আলিপুরদুয়ার। তবে বেশ কিছু ছাড় দেওয়ার পর সামাজিক সুরক্ষা লাটে তুলে চলছে অবাধে যাতায়াত। এর জন্যই মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে এগিয়ে এল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে গোটা এলাকায় করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়।

Previous articleআজাদ কাশ্মীরের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে অন্যায় করেছে ভারত: পাকিস্তান
Next articleবাইরে আটকে পড়া মুর্শিদাবাদের মানুষদের জন্য হেল্পলাইন নম্বর চালু করলেন অধীর চৌধুরী