আমেরিকায় মৃত্যু-মিছিল ছাড়ালো ৭৭হাজার

৩২ কোটির দেশ আমেরিকায় মৃত্যুমিছিল অব্যাহত। শুক্রবার থেকে শনিবার এই ২৪ ঘন্টায় মৃত্যু হল ১৬৩৫ জনের। আর দেশে মৃত্যুর সংখ্যা ৭৭,১৭৮।

চলতি সপ্তাহতে আমেরিকায় দৈনিক মৃত্যুর সংখ্যা এক হাজারের নিচে এসেছিল কিছুটা স্বস্তি তৈরি হচ্ছিল কিন্তু ফের সেই সংখ্যা বাড়তে শুরু করেছে আমেরিকার পরেই রয়েছে ব্রিটেন, ইতালি, ফ্রান্স স্পেন দেশ। এর মাঝে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশার কথা শুনিয়ে যাচ্ছেন ভ্যাকসিন নিয়ে। বলছেন, এক বছরের মধ্যে ভ্যাকসিন তৈরি হয়ে যাবে। কিন্তু এর মাঝেই ট্রাম্পকে বিপদে ফেলে হোয়াইট হাউসের করোনার হামলা হয়েছে। এর আগে হোয়াইট হাউসে কর্মরত এক মার্কিন নেভি অফিসারের করোনা পজিটিভ ধরা পড়ে। আর এবার মাইক পেন্স-এর সহযোগী করোনা আক্রান্ত। ফলে চিন্তায় প্রশাসন।

Previous articleকরোনা আবহে পরীক্ষা, শিক্ষামন্ত্রী- উপাচার্য ভিডিও বৈঠক আজ
Next articleসীমান্তে বাণিজ্য এখনই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠি রাজ্যের মুখ্যসচিবের